Saturday, July 26.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

iphone

Beautiful+Muslim+Woman

একজন পিতা তার মেয়েকে iphone উপহার দেয়।

দ্বিতীয় দিন পিতা-কন্যাকে জিজ্ঞাসা করলো, বেটী iphone পাওয়ার পর সর্ব-প্রথম তুমি কি করেছো?

মেয়েঃ- আমি স্ক্রীন গার্ড আর কভার অর্ডার দিয়েছি...
পিতাঃ- এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে?

মেয়েঃ- না কেউ করেনি।
পিতাঃ- তোমার কি এমন লাগেনা যে তুমি iPhone নির্মাতা কে অপমান করছো?

মেয়েঃ- না iPhone নির্মাতা থেকে স্বয়ং কভার ও স্ক্রীন গার্ড লাগানোর উপদেশ দিয়েছে।
পিতাঃ- ও তাহলে তো iphone অনেক খারাপ দেখাবে, তবুও তুমি ওর জন্য কভার কিনছো?

মেয়েঃ- না, বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার দিয়েছি।
পিতাঃ- কভার লাগানোয় কি ওর সৌন্দর্যতা কমে যাবে না?

মেয়েঃ- না, কভার লাগানোর পর আরো সুন্দর দেখাবে।
পিতাঃ- মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বললঃ মা iPhoneএর থেকেও দামী তোমার শরীর, এই ঘরের আর আমাদের সম্মান তুমি।

তোমার শরীর কে কাপড়ে কভার করলে তোমার সুন্দরতা আরো বেড়ে যাবে।

মেয়ের কাছে পিতার এই প্রশ্নের কোন উত্তর ছিল না, শুধু চোখ থেকে নির্ঝরে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া।

নারীর মর্যাদা পর্দায় কমে না, বেপর্দায় কমে।

(সংগৃহীত)

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1