রাশিয়ায় করোনা আক্রান্ত ২ লাখ ছাড়াল!
করোনাভাইরাসে |
রুশ কর্তৃপক্ষ বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১১ হাজার ১২ জন নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সবমিলিয়ে সেখানে দুই লাখ ৯ হাজার ৭৮৮ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে।
রোববার রুশ করোনাভাইরাস টাস্কফোর্স জানিয়েছে, গত একদিনে সেখানে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে সর্বমোট এক হাজার ৯১৫ জন মারা গেলেন। করোনা সংক্রমণের দিক দিয়ে চলতি সপ্তাহে ফ্রান্স ও জার্মানিকে ছাড়িয়ে গেছে রাশিয়া।
আক্রান্তের সংখ্যায় যেটা বিশ্বের পঞ্চম। এদিকে বিশ্বজুড়ে শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ৭৭ হাজারের বেশি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব বলছে, শনাক্ত রোগীদের এক-চতুর্থাংশ এবং মৃত্যুর ঘটনার এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রে।
দুই দিক দিয়েই যুক্তরাষ্ট্র আছে তালিকার শীর্ষে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অনেক দেশে পরীক্ষার হার কম হওয়ায় এই পরিসংখ্যানেও বাস্তব চিত্র উঠে আসেনি এবং আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.