সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    গাজীপুরের পতিতালয়!



    গাজীপুর চান্দনা চৌরাস্তা অন্যতম ব্যস্ততম একটি এলাকা।  দিনের বেলায় মানুষের পদচারণায় মুখরিত থাকে এ এলাকা।   তাই খালিচোখে দেখে হয়তো অনেক কিছুই বোঝা যায় না।

      কিন্তু রাতের নিরবতা যত বাড়ে, ততই এই এলাকায় আনাগোনা বাড়ে দেহ ব্যবসায়ীদের।  খদ্দেরের খোঁজে বোরকা পড়ে অপেক্ষা করতে দেখা যায় তাদের রাস্তার ধারে। 

    মধ্যরাতে সরেজমিনে চান্দনা চৌরাস্তা গিয়ে দেখা যায়, খদ্দেরের খোঁজে বোরকা পড়ে এখানে-সেখানে অপেক্ষা করছেন পতিতারা।  

    তাদের পাশেই সারি-সারি মানুষ দাঁড়িয়ে আছে।  খদ্দের এসে প্রথমে দামাদামি করে।  এরপর চূড়ান্ত হলে নিয়ে যায় চান্দনা চৌরাস্তায় অবস্থিত আবাসিক হোটেলগুলোতে।  

    তাদের মধ্যে অনেকেই সাধারণ মানুষকেও বিরক্ত করে।  ‘নিবি’, ‘লাগবে’ বলে বিভিন্ন ইশারা দেয় তারা।  এতে অনেক পথচারীও বিড়ম্বনার মধ্যে পড়েন। 

    জানা যায়, ‘আধাঘন্টার জন্য নিয়ে গেলে ৩০০ টাকা আর পুরো রাতের জন্য নিয়ে গেলে ১ হাজার টাকা।  

    জানা গেছে, সাধারণত পতিতারা বিকেল থেকে সন্ধ্যা বা রাতেই আসে।  কেউ কেউ আবার মধ্যরাতেও বের হয়।  সকাল হলেই ফেরে ঘরে।   

    শুসীল চন্দ্র দাস নামের একজন ভ্যনচালক  বলেন, ‘আমি এই জায়গাতে ভ্যান চালাই দীর্ঘদিন গত চার বছর ধরে।  

    এদেরকে (পতিতা) প্রতি রাতেই দেখি।  ভোরে আবার চলে যায় তারা। ’তিনি বলেন, ‘এদের সিএনজি চালকও ঠিক করা থাকে।  খদ্দের ঠিক হলেই সিএনজি করে চলে যায়।  অনেকসময় সিএনজিতেই তারা এ কাজ করে। 

      ’নাম প্রকাশ্যে অনিচ্ছুক আরেক ভ্যানচালক বলেন, ‘এদের মধ্যে কিছু প্রতারকও থাকে।  তারা সিএনজিতে নিয়ে খদ্দেরকে প্রতারণা করে, টাকা, মোবাইল ফোন ছিনতাই করে।  মান-সম্মানের ভয়ে অনেকেই তা প্রকাশ করে না। 





    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !