তুরস্ক এবার ইয়েমেনে সেনা মোতায়েন করতে যাচ্ছে!
সিরিয়া ও লিবিয়ার পর এবার ইয়েমেনের দক্ষিণ উপকূলে সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে তুরস্ক। এডেন উপসাগরের বাব আল-মান্দেব প্রণালিতে মূলত তুরস্ক এসব সেনা মোতায়েন করতে চাইছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তুরস্কের এ পরিকল্পনায় চিন্তিত হয়ে পড়েছে। খবর আরব উইকলির।
মিসরের ইখওয়ানুল মুসলেমিন আন্দোলনের সঙ্গে জড়িত ইয়েমেনের কয়েকজন রাজনৈতিক এবং উপজাতি নেতাকে কাতার সরাসরি অর্থ সহযোগিতা করে থাকে। তাদের সমর্থনে মূলত তুরস্ক ইয়েমেনের দক্ষিণ উপকূলে সেনা মোতায়েন করতে যাচ্ছে।
তুরস্ক বর্তমানে উপকূলীয় সাবওয়া, সকোত্রা এবং আল মাখা এলাকায় সেনা মোতায়েন করবে। ইয়েমেনের একটি সূত্রের বরাত দিয়ে আরব উইকলি এ খবর দিয়েছে। পত্রিকাটির খবরে আরও বলা হয়, ইয়েমেনের সাবওয়া এলাকায় মানবিক ত্রাণ তৎপরতার আড়ালে তুরস্কের গোয়েন্দা সংস্থা কাজ করছে।
তায়িজ প্রদেশের এসব এলাকায় ইখওয়ানুল মুসলেমিনের প্রভাব দিন দিন বেড়ে চলেছে। দক্ষিণ ইয়েমেনে তুরস্ক বৃহত্তর রাজনৈতিক ভূমিকা পালন করতে যাচ্ছে। এ কাজে দেশটিকে সহায়তা করবে স্থানীয় ইখওয়ানুল মুসলেমিনের নেতারা।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.