মুম্বাইয়ে ছাদ ভেঙে ঘরে ঢুকল হরিণ!
বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চলে এসেছিল একটি হরিণ। সেখানকার একটি বাড়ির ছাদে উঠে পড়ে। তারপর ছাদের চাল ভেঙে ঘরের ভেতর পড়ে যায় হরিণটি।
রোববার রাতে ভারতের মুম্বাইয়ের পোয়াইয়ের বস্তি এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে। খবরে বলা হয়, ছাদ ভেঙে ঘরের ভেতর পড়ে যাওয়ার পর সেখানেই গুটিসুটি মেরে বসেছিল হরিণটি।
ছাদ ভাঙার আওয়াজে ঘুম ভেঙে যায় ওই ঘরের বাসিন্দাদের। ঘরের মধ্যে হরিণ দেখেই তাদের চক্ষু ছানাবড়া।
পরে রাত দেড়টার দিকে বনবিভাগের কর্মীদের কাছে ফোন করা হলে তারা এসে উদ্ধার করেন হরিণটিকে। বনবিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভবত চিতাবাঘের তাড়া খেয়ে লোকালয়ে চলে এসেছিল হরিণটি। তিনি জানান, হরিণটিকে উদ্ধার করে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হরিণ ঢোকার সময় ওই বাড়িতে পাঁচজন সদস্য ঘুমিয়েছিলেন। তবে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে এ ঘটনার একটি ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে গুটিসুটি মেরে রয়েছে হরিণটি। ঘরে রান্নার ওভেন, থালা বাসন, টিভি সবই রয়েছে। সে সবের পাশেই বসে রয়েছে হরিণটি।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.