Tuesday, September 23.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

হাসতে নেই মানা!

031531jocks_kalerkantho_pic

* জোকস-১   

নতুন টিভি কিনে আনলেন একজন। হঠাৎ তার মনে পড়ল একটি বিষয়। তাই টিভির দোকানে ফোন করেছেন সেই গ্রাহক-  

গ্রাহক: আমি আপনার এইখান থিকা কাইল একটা টিভি কিনছি।  

দোকানদার : কোনো সমস্যা? কীভাবে সাহায্য করতে পারি?  

গ্রাহক: না কইছিলাম কি, বিদ্যুৎ না থাকলেও কি টিভি দেখা যাইব?  

দোকানদার: কেন নয়! মোমবাতি জ্বালিয়ে দেখবেন।

 * জোকস-২ 

 নান্টু: ডাক্তার সাব, ডাক্তার সাব! আমারে বাঁচান!  

ডাক্তার: সমস্যা কী?  

নান্টু: সমস্যা জটিল। চোখ বন্ধ করলেই দেখি ক্রিকেট খেলায় টাইগাররা হাইরা যাইতাছে...  

ডাক্তার: সমস্যা নাই। আজ এই ট্যাবলেট ঘুমানোর আগে দুইটা খাবেন। এভাবে সাত দিন...  

নান্টু: ডাক্তার সাব! আগামীকাল থেকে খাই?  

ডাক্তার: কেন?  নান্টু: না, মানে। আজ তো ফাইনাল। যদি জিতে যায়... 

* জোকস-৩  

রোগীদের বেহুঁশ করে কেন ডাক্তাররা?  

স্ত্রী: অপারেশনের আগে রোগীদের বেহুঁশ করে কেন ডাক্তাররা? 

স্বামী: রোগীকে অজ্ঞান না করলে শুয়ে থেকে থেকে অপারেশনের সব কায়দা শিখে ফেলবে না! 

স্ত্রী: তাতে কী হয়েছে?  

স্বামী: এরপর ডাক্তারদের আর কে ডাকবে অপারেশন করার জন্য? 

স্ত্রী: হ্যাঁ, তাই তো।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1