সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ছাগল-ভেড়াসহ গাছের ফলেও করোনা!

    image-143737-1549986625

    করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিন নতুন করে আক্রান্ত হাজার হাজার মানুষ। বাড়ছে মৃত্যুর মিছিল। তবে এখানেই শেষ নয়। ইন্ডিয়া টুডের খবরে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ছাগল, গাছের ফলের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

    তবে এ ধরণের অদ্ভুত ফলাফল দেখে টেস্টিং কিটের মান নিয়ে প্রশ্ন তুললেন দেশটির রাষ্ট্রপতি নিজেই। কিছুকিছু ক্ষেত্রে পশুদের করোনা সংক্রমণ হতে পারে, তার প্রমাণ মিলেছে। কিন্তু তাই বলে ফলেরও করোনা! এক কথায় অসম্ভব।

    রোববার তানজানিয়ার রাষ্ট্রপতি জন মাগুফুলি বলেন, ওই টেস্ট কিটগুলি বিদেশ থেকে আমদানি করা। মাগুফুলি জানান, টেস্টিং কিটের মান নির্ণয়ের জন্য তিনি নিরাপত্তাবাহিনীর কিছু কর্তাকে ছাগল, ভেড়া, পওপও নামে এক ধরণের ফল থেকে কিছু নমুনা নিয়ে তা মানুষের নাম দিয়ে ল্যাবরেটরিতে পাঠাতে।

    নমুনা গুলি কোথা থেকে নেওয়া সেই বিষয়ে কাউকে কিছু বলাও হয়নি। টেস্টের রেজাল্ট আসার পর দেখা গেছে ওই ফল, ছাগল, ভেড়ার নমুনাও নাকি পজিটিভ এসেছে। উল্লেখ্য, এখন পর্যন্ত তানজানিয়ায় ৪৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন আর ১৭ জনের মৃত্যু হয়েছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !