সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    কোয়েলের কোল আলো করে এলো ফুটফুটে ছেলে সন্তান!



    মা হলেন টালিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক ছেলেসন্তানের জন্ম দেন তিনি।  ঘরে নতুন অতিথির আগমনে করোনার এই কঠিন পরিস্থিতির মধ্যেও উচ্ছ্বসিত কোয়েলের পরিবার। 

    নানা হওয়ার আনন্দ সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা রঞ্জিত মল্লিকও।  তিনি বলেন, লকডাউনে এর থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না। মা ও ছেলে দুজনেই ভালো রয়েছে।  ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি দীর্ঘদিনের বন্ধু নিসপাল সিংহ রানকে বিয়ে করেন রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল।

    নিসপাল সিং রানে সুরিন্দার ফিল্মসের কর্ণধার। বিয়ের আগে দুজনের দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল। ফেব্রুয়ারিতে নিজের সপ্তম বিবাহবার্ষিকীতে প্রথমবারের মতো মা হওয়ার খবর জানান কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী।

    সে সময় এক টুইটবার্তায় মা হওয়ার খবর নিশ্চিত করে কোয়েল লিখেছিলেন, আমার মধ্যে এক নতুন জীবনের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !