চীনের সঙ্গে ইসরাইলের সম্পর্ক ছিন্ন করতে বলল যুক্তরাষ্ট্র!
চীনের সঙ্গে ইসরাইলের বিকাশমান সম্পর্ক ছিন্ন করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, সম্পর্কের ক্ষেত্রে যেসব জায়গায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেসব সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে ওয়াশিংটন।
পরিচয় না প্রকাশ করার শর্তে একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ইসরাইলের দৈনিকটি বলেছে, চীনের সঙ্গে সম্পর্ক কমানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ওই কর্মকর্তা জানান, চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে ইসরাইল বিনয়ের সঙ্গে আমাদের উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে।
মার্কিন কর্মকর্তা আরো বলেন, এ ধরনের বিনয় প্রকাশ করে ইসরাইল সম্পর্ক ছিন্ন করবে না, কিন্তু এটি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। জেরুজালেম পোস্টের রিপোর্টে বলা হয়েছে, বিশেষ করে সংবেদনশীল প্রযুক্তিগত বিষয় এবং ইসরাইল ও চীনের মধ্যকার সম্পর্কের উপর গুরুত্বের সঙ্গে নজর রাখছে আমেরিকা।
ইসরায়েলের প্রযুক্তিখাতে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে চীন। যাকে ইসরাইল বাণিজ্যিক বলে আখ্যায়িত করেছে। কিন্তু আমেরিকা বলছে, এগুলো সেনা গোয়েন্দা সংস্থা, উপগ্রহ যোগাযোগ এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করতে পারে চীন।
সূত্র: পার্সটুডে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.