করোনার নতুন টিকার পরীক্ষা শুরু!
করোনাভাইরাস রোগের জন্য এনভিএক্স-কোভ২৩৭৩ নামে একটি নতুন ভ্যাকসিনের মানবিক পরীক্ষা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি সংস্থা নোভাভাক্স। যা ক্লিনিক্যাল পরীক্ষায় প্রচুর পরিমাণ নিষ্ক্রিয়করণ অ্যান্টিবডি তৈরিতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
সিএনএন জানিয়েছে, ১০ম টিকা হিসেবে নোভাভাক্স’র সম্ভাব্য ভ্যাকসিনটি প্রায় ১৩০ জন মানুষের ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। অস্ট্রেলিয়ায় প্রথম এক স্বেচ্ছাসেবকের দেহে এটি প্রয়োগ করা হবে বলে আশা করা হচ্ছে। দেশটির দুটি স্থানে এই টিকাটির পরীক্ষা চলছে।
নোভাভাক্স এর বিবৃতিতে বলা হয়েছে, এই ফলাফল জোরালো প্রমাণ দিয়েছে যে এই সম্ভাব্য টিকাটি মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সক্ষম হবে, যা কোভিড-১৯ থেকে সুরক্ষা দেবে আর এর মধ্য দিয়ে রোগটি ছড়িয়ে পড়া ঠেকাতে সহায়তা দেবে। তবে এসব তথ্য কেবল কম্পানিটির নিজস্ব বিবৃতিতে জানানো হয়েছে। কোনো জার্নালে এই গবেষণা তথ্য প্রকাশ করা হয়নি।
নোভাভাক্স বলছে, আগামী জুলাই মাসে নতুন টিকাটির কার্যকারিতা ও নিরাপত্তা সংক্রান্ত প্রাথমিক ফলাফল পাওয়া যাবে। ওই ফলাফল সন্তোষজনক হলে দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রক্রিয়া শুরু হবে। এদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়ে গেছে। তবে এখন পর্যন্ত অনুমোদিত ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি।
বিভিন্ন দেশে করোনা প্রতিরোধী টিকা ও ওষুধ আবিষ্কারের প্রচেষ্টা চলছে। বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন, নিরাপদ ও কার্যকর রোগ প্রতিরোধী টিকা উদ্ভাবনে ১২-১৮ মাস সময় লাগতে পারে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.