গান-নাটকে করোনা তাড়াচ্ছে ইরাক!
করোনাভাইরাসের মহামারী তাড়াতে নাটক-কৌতুক ও গান কাজে লাগাচ্ছেন ইরাকিরা। ভাইরাসটির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে রেডিও-টেলিভেশনে নানা নাটক ও কৌতুক অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। এসব অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক দূরত্ব, হাত ধোয়া ও মাস্ক পরার মতো নানা স্বাস্থ্যবিধি শেখানো হচ্ছে। লকডাউনের মধ্যে গোটা আরবজুড়েই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এসব অনুষ্ঠান। খবর এএফপির।
এসব অনুষ্ঠানের মধ্যে ‘বাব আল-হারা’ নামে ১০ পর্বের একটি নাটক সবচেয়ে জনপ্রিয় হয়েছে। দক্ষিণের শহর বসরাভিত্তিক এই নাটকটিতে করোনা মহামারীকে গুরুত্বের সঙ্গে নেয়ার কথা বলা হয়েছে। নাটকটি ১৯৩০ দশকের সিরিয়ার একটি টিভি সিরিয়ালের নকল।
পুরুষ অভিনেতাদের লম্বা ও চওড়া গোঁফ, সিরিয়ার আঞ্চলিক ভাষা আরবদের মজিয়ে রেখেছে। এদিকে ইরানে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর দেশটির সঙ্গে ইরাকের সীমান্ত সংযোগ বন্ধ করে দিয়েছে বাগদাদ।
খবরে বলা হয়েছে, ইরানে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর শুক্রবার থেকে ইরাক দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রচার করা হয়েছে বলে উল্লেখ করেছে মিডল ইস্ট মনিটর।
ইরান সীমান্তবর্তী ইরাকের মাইসান প্রদেশ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। মাইসান প্রদেশ ইরানের খুজেস্তান প্রদেশের সঙ্গে সংযুক্ত। মাইসানকে ইরাকের পোর্ট সিটি বলা হয়।
করোনাকে সঙ্গী করেই বাঁচতে হবে দিল্লিকে -কেজরিওয়াল : লকডাউন প্রত্যাহার করতে প্রস্তুতির কথা জানিয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বেশ কিছু সেবা এবং শিল্প প্রতিষ্ঠান লকডাউন বিধি-নিষেধের আওতামুক্ত বলে ঘোষণা দিয়েছেন। রোববার সন্ধ্যার দিকে এক সংবাদ সম্মেলনে কেজরিওয়াল বলেন, ‘দিল্লিকে পুনরায় খুলে দেয়ার সময় হয়েছে। আমাদেরকে করোনাভাইরাসকে সঙ্গী করে বসবাসের প্রস্তুতি নিতে হবে।’
এমনকি লকডাউন পুরোপুরি প্রত্যাহার করে নেয়ার পর যদি সংক্রমণ বেড়ে যায়, তাহলে আমরা সেটি মোকাবেলা করার জন্য প্রস্তুত। এনডিটিভি। এসময় লকডাউন পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখার সুপারিশ করেছেন কেজরিওয়াল। ব্যক্তিগত যানবাহন চালুর অনুমতি দেয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.