ভারতে পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস!

লকডাউনের কারণে ভারতের বিভিন্ন প্রান্তে আটকে পড়া শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। সোমবার দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়ার খরচ বহন করবে তারা। খবর হিন্দুস্তান টাইমসের।
আটকে পড়া পরিযায়ী শ্রমিক, শিক্ষার্থী, পর্যটকদের জন্য ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন চালু করলেও ভাড়ার ক্ষেত্রে কোনোরকম ছাড় দেয়া হবে না বলে ভারতীয় রেল জানিয়েছে। উল্টো যাত্রীদের বাড়তি ৫০ টাকা করে দিতে হচ্ছে। এ নিয়ে ক্ষমতাসীন মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। সবাই প্রশ্ন করছেন, লকডাউনের কারণে কাজ হারিয়ে অধিকাংশ পরিযায়ী শ্রমিকের হাতে কানাকড়ি নেই। তারা কীভাবে টিকিটের ভাড়া দেবেন? সোমবার সেই বিষয়ে কেন্দ্রকে নিশানা করেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী।
এক বিবৃতিতে তিনি জানান, সংকটের মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের থেকে কেন্দ্র ও রেল মন্ত্রণালয় যেভাবে ভাড়া নিচ্ছে, তা অত্যন্ত কষ্টদায়ক। তার কথায়, ‘আমাদের সরকারের দায়িত্ব কী তাহলে? লাখ লাখ পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তারা বাড়িতে ফিরতে চাইছেন। কিন্তু তাদের কাছে না পর্যাপ্ত টাকা আছে, না বিনামূল্যে পরিবহনের সুযোগ আছে। শ্রমিকরা আমাদের অর্থনীতির মেরুদণ্ড। তাদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ দেশের ভিত্তি।’ সোনিয়ার দাবি, লকডাউনপর্বে বিষয়টি নিয়ে বারবার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে কংগ্রেস।
পরিযায়ী শ্রমিকরা যাতে সুরক্ষিত ও বিনামূল্যে রেলযাত্রা করে ঘরে ফিরতে পারেন, তা নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তার কথায়, ‘বারবার বলা সত্ত্বেও আমাদের দাবি পুরোপুরি উপেক্ষা করেছে কেন্দ্র ও রেল মন্ত্রণালয়।’ সেজন্য প্রদেশ কংগ্রেসের তরফে প্রত্যেক পরিযায়ী শ্রমিকের ট্রেন ভাড়ার টাকা বহন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান সোনিয়া।
তিনি বলেন, ‘দেশবাসীর প্রতি এটা কংগ্রেসের মানবিক সহায়তা এবং তাদের পাশে দাঁড়ানোর বিষয়।’ এদিকে সোনিয়ার বিবৃতির পর সব রাজ্যের কংগ্রেস নেতৃত্বকে স্থানীয়ভাবে সাহায্য করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন কোষাধ্যক্ষ আহমেদ প্যাটেল।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.