সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    করোনাকে জয় করলেন ইরানের ৯০ বছরের বৃদ্ধা

    image-290766-1584596676

    ইরানের পশ্চিমাঞ্চলীয় লরেস্তান প্রদেশের কোভিড-১৯ রোগে আক্রান্ত এক ৯০ বয়সী নারী সুস্থ হয়ে উঠেছেন। তিনি ওই প্রদেশের আলিগুদার্জ শহরের ভেলিয়ান হাসপাতাল থেকে রোববার ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। খবর ইরনার। 

    হামজেহ তুলাবি নামে ওই নারী এক সপ্তাহের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেন। করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ ধরা পড়লে তিনি হাসপাতালে ভর্তি হন। ভেলিয়ান হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠেন তিনি। সাধারণত এ রোগে ৭০ বছরের বেশি যাদের বয়স, তাদের মৃত্যুর হার সবচেয়ে বেশি।

    এ ক্ষেত্রে ৯০ বয়সী ইরানি ওই নারীর করোনাকে জয় করাটা বলতে গেলে একটি বিরল ঘটনা। ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ জন মারা গেছে। গত ৫৫ দিনের মধ্যে একদিনে এটি সবচেয়ে কম মৃত্যু সংখ্যা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কিয়ানুস জাহানপুর জানিয়েছেন, ৯৭ হাজার ৪৭৪ জন কোভিড-১৯ রোগীর মধ্যে ৭৮ হাজার ৪২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


    এ পর্যন্ত দেশটিতে ৬ হাজার ২০৩ জন করোনায় মারা গেছেন। এদিকে দেশটিতে করোনার প্রকোপ কমে আসায় ১৩২ শহরে আজ সোমবার থেকে সব মসজিদ খুলে দেয়া হচ্ছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !