সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    পাকিস্তানে লুকিয়ে কাবাব খেতে গিয়ে সৌরভের যা হলো!

    113524_bangladesh_pratidin_bdp7

    বিদেশ সফরে টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে কোথায়াও যাওয়া খেলোয়াড়দের জন্য অন্যায়। আর সেই কাজটিই করেছিলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। এখন থেকে ঠিক ১৬ বছর আগে ২০০৪ সালে পাকিস্তান সফরে কোনো এক রাতে লাহোরে কাবাব খেতে হোটেল থেকে কাউকে না বলেই কাবাব মুখরোচক খাবারের জন্য বিখ্যাত লাহোরের গোয়ালমান্ডি এলাকা গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

    রাতের মৃদু আলোতে ভিড়ের মধ্যে সৌরভকে তেমন কেউই চিনতে পারেননি। কিন্তু গোল বাঁধান ভারতীয় এক সাংবাদিক রাজদীপ সারদেশাই। তিনি সেদিন সেখানে খেতে গিয়েছিলেন ভারতীয় কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের সঙ্গে। রাজদীপ সৌরভকে চিনতে পেরেই চিৎকার করে ওঠেন, আরে সৌরভ, তুমি এখানে কী করছ?

    এরপর অনেক সৌরভ ভক্ত অটোগ্রাফ নেয়ার জন ভিড় জমান। পুলিশের সাহায্যে পাকিস্তানি ভক্তদের কাছ থেকে কোনো রকমে রেহাই পান সৌরভ। সেদিন হোটেল কক্ষে ফিরেই পাকিস্তনের তৎকালীস প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ফোন পান সৌরভ। সম্প্রতি প্রকাশিত নিজের আত্মজীবনী ‘অ্য সেঞ্চুরি ইজ নট এনাফ’ বাইয়ে সেদিনের ঘটনা তুলে ধরেন সৌরভ গাঙ্গুলী।

    তিনি লিখেছেন, হোটেলে রুমে ফেরার সঙ্গে সঙ্গেই ফোন বেজে উঠল। পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের কার্যালয় থেকে ফোন। ফোনে আমাকে বলা হলো, প্রেসিডেন্ট আমার সঙ্গে কথা বলতে চান। আমার তখন ভয়ে জিহ্বা জড়িয়ে যাওয়ার অবস্থা। এমন কি ঘটল যে পাকিস্তানের প্রেসিডেন্ট ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের সঙ্গে কথা বলতে চান?

    পাকিস্তানের প্রেসিডেন্ট সৌরভকে বলেন, এর পর তুমি যদি বাইরে যতে চাও, তাহলে অবশ্যই নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করবে। আমরা তোমার জন্য নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করব। তবে দয়া করে আর কোনো অ্যাডভেঞ্চারে যেও না। প্রেসিডেন্ট মোশাররফের এমন কথা শুনে সৌরভ মনে মনে বলেন, তখন আমার মনে হয়েছিল এর চেয়ে তো ওয়াসিম আক্রামনের সুইং বল খেলা অনেক সহজ।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !