সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ট্রাম্পের নিরাপত্তা দলের দুজন করোনা আক্রান্ত!


    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের দুজন এজেন্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় সংস্থাটির কয়েক ডজন কর্মীকে আইসোলেশনে পাঠানো হয়েছে। খবর বিবিসির।   

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিসের দুজন এজেন্ট যারা রোববার ওকলাহোমায় প্রেসিডেন্ট ট্রাম্পের জনসভায় ছিলেন, তাদের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।  

    এর পর সংস্থাটির কয়েক ডজন কর্মীকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে। সিক্রেট সার্ভিস অবশ্য তাদের ঠিক কতজন আইসোলেশনে আছে তা বলেনি।  

    ওকলাহোমার টালসা শহরে যখন কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে, সেই সময় সেখানে নির্বাচনী সভা করায় প্রেসিডেন্ট ট্রাম্প সমালোচিত হচ্ছেন।  ওই সভার আগে তার প্রচার টিমের ছয়জন সদস্য এবং পরে দুজন করোনাভাইরাস পজিটিভ বলে ধরা পড়ে।  

    যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্যে এখন করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাটের কর্তৃপক্ষ বলেছে, ওই আটটি রাজ্য থেকে আগতদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।  

    যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই করোনাভাইরাসে ২৩ লাখ লোক আক্রান্ত এবং ১ লাখ ২১ হাজার লোক মারা গেছেন।  করোনা আতঙ্কে প্রেসিডেন্ট ট্রাম্প রোজ টেস্ট করাচ্ছেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !