সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বিশ্বের ১ম ক্রুইজ মিসাইল ফায়ারে সক্ষম ড্রোন তুরস্কের AKINCI UAV !

     

    বিশ্বের ১ম ক্রুইজ মিসাইল ফায়ারে সক্ষম ড্রোন তুরস্কের AKINCI UAV। এটি ডিজাইনের মাধ্যমে তুরস্ক বিশ্বের ৩য় বেষ্ট ড্রোন প্রযুক্তির দেশে পরিণত হল। 

    এর আগে আমেরিকা ও চায়না লং রেঞ্জ ও হাই এটিটিউটের ড্রোন তৈরীকারক দেশ ছিল। AKINCI  বানানোতে তুরস্কও সে লিষ্টে নিজেদের নাম লিখালো। 

    এটার বিশেষত্ব হল এটাই বিশ্বের প্রথম লং রেঞ্জ হাই এটিটিউড ক্রইজ মিসাইল হামলা চালাতে সক্ষম ড্রোন। যা এর আগের কোন ড্রোন পারে নি। যে কারণে তুরস্কের প্রতি পক্ষ দেশ বিশেষ করে গ্রীস আতঙ্কে আছে। 

     সূত্রঃ ডিফেন্স আপডেট অফ বাংলাদেশ


    The Bayraktar Akıncı is a high-altitude long-endurance unmanned combat air vehicle currently under development with Turkish drone manufacturer Baykar Makina. First pictures of the UAV hit media reports in June 2018. Akinci is a 4.5-ton UCAV capable of deploying about 1.5-ton payload. This is a twin turboprop engine equipped UCAV designed by the Turkish defense engineer Selcuk Bayraktar.

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !