সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ১৪ ইরানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা!

     image-336901-1597981174

    ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর পক্ষে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকায় ১৪ ইরানির বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।  

    তেহরানের ইভিন কারাগারের প্রধান হোজাতুল্লাহ খোদাই সুরিসহ ইরানের ১৪ ব্যক্তির বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র।  শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এসব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।  

    ১৯৯০ সালে সুইজারল্যান্ডে একটি হত্যা মিশনে জড়িত থাকা ১৩ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সঙ্গে রয়েছে হোজাতুল্লাহ খোদাই সুরির নাম।  পম্পেও বলেন, ইভিন কারাগারে রাজনৈতিক বন্দিদের সঙ্গে যে নির্যাতন, নিষ্ঠুরতা, অমানবিকতা ও অবমাননাকর আচরণ করা হয়েছে তা তদারকি করেছেন সুরি।  

    পম্পেও বলেছেন, তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে ২১ আগস্ট বার্ষিক ‘ডে অব রিমেমব্রান্স অব অ্যান্ড ট্রিবিউট টু দ্য ভিকটিমস অব টেরোরিজমের’ স্মরণ উপলক্ষে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !