‘আল-আকসা মসজিদ নিয়ে খেলছে আমিরাত সরকার’!
দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে লড়াইয়ে নেমেছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের উপ-প্রধান কামাল আল খাতিব।
তিনি বলেন, আমিরাত সরকার মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ নিয়ে খেলছে। কিন্তু তাদের এ ধরণের কোনো অধিকার নেই। খবর ইরনার।
আল-আকসা মসজিদের ভবন ও প্রাঙ্গণসহ সব কিছুর সঙ্গে গোটা মুসলিম বিশ্বের সম্পর্ক উল্লেখ করে কামাল আল খাতিব আরও বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়ার অধিকার আরব আমিরাতের নেই।
এদিকে সোমবার প্রথমবারের মতো আবুধাবি বিমানবন্দরে ইসরাইলি একটি বাণিজ্যিক বিমান অবতরণ করেছে।
সংযুক্ত আরব আমিরাতে ঐতিহাসিক বৈঠকে অংশ নিতে ইসরাইল ও মার্কিন প্রতিনিধি দল বিশেষ ওই বিমানটিতে করে আবুধাবি বিমানবন্দরে পৌঁছেছেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.