পুলিশকে উসকে দিল রিপাবলিকান!
রিপাবলিকান জাতীয় কনভেনশনের তৃতীয় দিনে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের শহর ও রাজপথে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনব। আমেরিকানরা ভালো করেই জানে, কিভাবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সমর্থন দিতে হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আবারও সেরা করে তুলবেন।’ মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড নিহত ও উইসকনসিনের কেনোশায় কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেক পঙ্গু হওয়ার ঘটনায় উত্তাল হয়ে রয়েছে দুই রাজ্য। সর্বশেষ বুধবার রাতের বিক্ষোভে দু’জন প্রাণহানির পরদিনই পুলিশকে সমর্থন দিয়ে এ বাহিনীকে কার্যত উসকে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
সম্মেলনে এদিন আনুষ্ঠানিকভাবে বাল্টিমোর থেকে মনোনায়ন গ্রহণ করেছেন মাইক পেন্স। এ সময় তিনি ‘যুক্তরাষ্ট্রে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ এবং পদ্ধতিগত বর্ণবাদ রয়েছে’ এমন মন্তব্যের জন্য ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সমালোচনা করেন। তিনি বলেন, ‘সত্যিটা হল, বাইডেনের আমেরিকায় কেউ নিরাপদ নয়।
ডেমোক্র্যাট নেতারা শহরগুলোতে নৈরাজ্য ছড়াবে। যে কোনো মূল্যে সহিংসতা বন্ধ করতে হবে। এবার সেটি হোক মিনিয়াপোলিস, পোর্টল্যান্ড বা কেনোশা।’ পুলিশকে সমর্থন করে পেন্স বলেন, ‘আমরা আমেরিকানরা ভালো করেই জানি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সমর্থন দেয়া এবং আফ্রো-আমেরিকান প্রতিবেশীদের জীবন-মানের উন্নতি করা- এ দুয়ের মধ্যে আমরা একটি বেছে নিতে পারব না।’
যদিও বর্ণবাদের শিকার হয়ে নিহত কৃষ্ণাঙ্গ ও তাদের পরিবারের প্রতি কোনো সমবেদনা ব্যক্ত করেননি পেন্স। এ বছর পুলিশের হাতে হত্যাকাণ্ডের শিকার হওয়া জর্জ ফ্লয়েড, ব্রেওনা টেইলর ও অন্যান্য কৃষ্ণাঙ্গের কথা একবারের জন্যও উচ্চারণ করেননি তিনি।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.