Saturday, July 26.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

ইতালিয়ান ওপেন থেকে ৯ বারের চ্যাম্পিয়ন নাদালের বিদায়!

 040317_bangladesh_pratidin_Rafael-Nadal-beats-Novak-Djokovic

ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন প্রতিযোগিতাটির ৯ বারের চ্যাম্পিয়ন টেনিস তারকা রাফায়েল নাদাল।   

আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্তজম্যানের কাছে খুব বাজে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হলো তাকে।

শনিবার রাতে রোমে শোয়ার্তজম্যানের কাছে ৬-২, ৭-৫ গেমে হারেন ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড় নাদাল। ক্যারিয়ারে এই প্রথম নাদাল হার মানলেন আমেরিকান ডিয়েগো শোয়ার্টজমানের কাছে। 

 নাদাল হারলেও কোয়ার্টার-ফাইনালে জয় পেয়েছেন বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।  

জার্মানির ডমিনিক কোয়েপফারকে ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারান ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড়। সেমি-ফাইনালে নরওয়ের কাস্পার রাডের মুখোমুখি হবেন জোকোভিচ।  তথ্যসূত্র: ইএসপিএন

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1