দেয়াল থেকে তেলের দাগ তোলার উপায় !
রান্নাঘরসহ যে কোনো দেয়ালে তেলের দাগ লাগতে পারে। তেলের দাগ পরলে দেয়ালের সৌন্দর্য নষ্ট হয়। আর একবার তেলের দাগ লাগলে তা সহজে উঠতেও চায় না। এ ধরনের দাগ সাধারণ সাবান পানি দিয়ে সহজেই পরিষ্কার করা যায় না। এই দাগ তোলার রয়েছে ঘরোয়া কিছু পদ্ধতি।
আসুন জেনে নিই কী করবেন-
সাদা ভিনেগার
দেয়ালে লেগে থাকা তেলের দাগ পরিষ্কারের জন্য সাদা ভিনেগার খুবই কার্যকর। সাদা ভিনেগারের মধ্যে একটি স্পঞ্জ ডুবিয়ে রাখুন এবং তারপর এটি হালকাভাবে নিংড়ে নিন। দাগ অপসারণ না হওয়া পর্যন্ত দাগযুক্ত দেয়ালে স্পঞ্জটি ঘষতে থাকুন। এভাবে দেয়াল পরিষ্কার করতে এবং সহজেই তেলের দাগ তুলতে পারবেন।
বেকিং সোডা
তেলের দাগ তোলার জন্য বেকিং সোডা ব্যবহার করতে পারেন। বেকিং সোডা এবং পানি দিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার একটি স্পঞ্জের মাধ্যমে পেস্টটি দাগের উপর স্ক্রাব করুন। দেখবেন ধীরে ধীরে দাগে উঠে যাবে।
তথ্যসূত্র: বোল্ডস্কাই
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.