সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে ২০ বছরে ৩ কোটি ৭০ লাখ মানুষ বাস্তুচ্যুত!

    ২০ বছরে ৩ কোটি ৭০ লাখ মানুষ বাস্তুচ্যুত

    গত দুই দশকে যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধ’ কয়েক কোটি মানুষের বাস্তুচ্যুতির কারণ হয়েছে।   একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এ যুদ্ধের কারণে গত ২০ বছরে আটটি দেশে কমপক্ষে তিন কোটি ৭০ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে।  

    মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয় তাদের ‘কস্ট অব ওয়ার প্রজেক্ট’-এর আওতায় ৩০ পৃষ্ঠার ওই প্রতিবেদন প্রকাশ করেছে।  ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পেন্টাগন আর টুইন টাওয়ারে হামলা চালায় সন্ত্রাসীরা। 

    হামলার অজুহাতে তখনকার মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শুরু করেন অপারেশন এনডিউরিং ফ্রিডম, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ।  নিরন্তর সেই যুদ্ধ আফগানিস্তান থেকে ইরাক, পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ফিলিপাইন, লিবিয়া ও সিরিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে।

     ‘ক্রিয়েটিং রিফিউজিস : ডিসপ্লেসমেন্ট কজড বাই দ্য ইউনাইটেড স্টেটস পোস্ট ৯/১১ ওয়ারস’ শিরোনামের ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের কবলে থাকা ৮টি দেশকে বিবেচনায় নেয়া হয়েছে।  দেশগুলো হচ্ছে- আফগানিস্তান, ইরাক, পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ফিলিপাইন, লিবিয়া ও সিরিয়া।  

    প্রতিবেদনের প্রধান গবেষক ওয়াশিংটনের আমেরিকান বিশ্ববিদ্যালয়ের নৃ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ডেভিড ভাইন নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘এই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ভয়াবহ বিপর্যয় বয়ে এনেছে, ভয়াবহরকম ধ্বংসাত্মক হয়েছে।’

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !