মার্কিন নির্বাচনে আরও এক বাংলাদেশির বিজয়!
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে হাউস অব রিপ্রেজেন্টেটিভ পদে রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশি-আমেরিকান আবুল বি খান।
মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান দলের টিকিট পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দলীয় মনোনয়ন পেতে ভোটারদের সমর্থন প্রয়োজন হয়।
এ জন্য মূল নির্বাচনের আগে প্রত্যেক দলের প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেন। মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে স্টেটের ডিস্ট্রিক্ট রকিংহাম ২০-এ রিপাবলিকান দলের স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভ প্রার্থী হিসেবে ভোটে নির্বাচিত হন আবুল বি খান।
ডিস্ট্রিক্ট ২০-এ স্টেট রিপ্রেজেন্টেটিভের তিনটি পদে রিপাবলিকান দলে ছয় প্রার্থী ছিলেন। এদের মধ্যে তিনজন নির্বাচনে জয়লাভ করে দলের মনোনয়ন পেয়েছেন। নির্বাচনে সাধারণ ভোটাররা তাকে এই পদের জন্য আবুল বি খানকে (তিনজনের মধ্যে) নির্বাচিত করেছেন।
এদিন ডেমোক্র্যাট দলেরও প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ডিস্ট্রিক্ট-২০ আসনে স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভ পদে ডেমোক্র্যাট দলের কোনো নির্বাচন হয়নি। এই ডিস্ট্রিক্টে তিনটি পদে ডেমোক্র্যাট দলে প্রার্থীদের নিজ দল থেকে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।
মার্কিন রাজনীতিতে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য বরাবরই রিপাবলিকান পার্টির দখলে। বাংলাদেশি আমেরিকান আবুল খান টানা তিনবার এখানকার স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভ। দলীয় মনোনয়নে বিজয়ী হওয়ায় রিপাবলিকান সমর্থিত এলাকা হিসেবে এবারের মূল নির্বাচনেও তিনি জয়ী হবেন বলে ধারণা করছেন সবাই। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে নিউ হ্যাম্পশায়ার স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভ পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।
আটলান্টিক মহাসাগরের তীরে নিউ হ্যাম্পশায়ারের অঙ্গরাজ্যের সিব্রুক সিটির সিলেক্টম্যান (মেয়র) হিসেবেও ১২ বছর ধরে দায়িত্ব পালন করছেন আবুল খান। আরও তিন বছর তিনি এ পদে দায়িত্বে থাকবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি নির্মিত তৃতীয় সর্বাধিক বৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিব্রুক শহর সুপরিচিত। আবুল বি খানের জন্ম বাংলাদেশের পিরোজপুরের ভাণ্ডারিয়ায়। ১৯৮১ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। তার স্ত্রী মর্জিয়া খান একজন গৃহিণী এবং এই দম্পতির এক কন্যা ও এক পুত্র।
প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন বাংলাদেশি আমেরিকান শেখ রহমান। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদে প্রার্থিতার জন্য ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশি নীনা আহমেদ।
এ ছাড়া মার্কিন কংগ্রেসে টেক্সাস থেকে একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনা ইমাম। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে মার্কিন নির্বাচন। এ নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচন করছেন ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.