এবার আকাশসীমা খুলে দিচ্ছে বাহরাইন
ইসরাইলের বিমান চলাচলের জন্য সৌদি আরবের পর এবার আকাশসীমা উন্মুক্ত করছে বাহরাইনও। মার্কিন কর্মকর্তাদের বাহরাইন সফরের পরপরই এ সিদ্ধান্ত নিয়েছে মানামা।
বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা এক রিপোর্টে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এবং সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়া সমস্ত বিমানকে বাহরাইন তার আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে।
এর আগে বুধবার সৌদি আরবের বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল অভিমুখী সব বিমানকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
গত ১৩ আগস্ট ইহুদিবাদী ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি চুক্তিতে পৌঁছায়। এরপর গত সোমবার একটি প্রতিনিধিদলকে নিয়ে প্রথমবারের মতো ইসরাইলি বিমান সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছায়।
পরদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই এবং শীর্ষ উপদেষ্টা জারেড কুশনার বাহরাইন সফর করেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.