ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার পক্ষে না জাতিসংঘ!
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কোনো ইচ্ছা নেই এ বিশ্ব সংস্থাটির। কারণ মার্কিনিদের এ আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো সায় নেই। খবর এপি ও ভয়েজ অব আমেরিকার।
অ্যান্তোনিও গুতেরেস এক চিঠিতে জাতিসংঘের এ অবস্থানের কথা নিরাপত্তা পরিষদে জানান। জাতিসংঘে সুবিধা করতে না পেরে এবার পরমাণু অস্ত্র তৈরি প্রচেষ্টার অভিযোগ এনে ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এ নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেন। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
ট্রাম্পের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি বন্ধ করতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে ওই বিশ্ব সংস্থার সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে ব্যর্থ হওয়ার পর এ পদক্ষেপ নিল ওয়াশিংটন।
এদিকে ইরানবিরোধী নিষেধাজ্ঞা সমর্থন করে সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.