এবার কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞা!
ফ্লোরিডা অঙ্গরাজ্যে আগামী ৩ নভেম্বর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামতে যাওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প এ কঠোর নিষেধাজ্ঞা দিলেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যে কিউবা থেকে আসা বিপুলসংখ্যক ভোটারের বসবাস। খবর আলজাজিরা ও ভয়েজ অব আমেরিকার।
বুধবার ট্রাম্প হোয়াইট হাউসে বলেন, কমিউনিস্ট নির্যাতনের বিরুদ্ধে আমাদের অব্যাহত লড়াইয়ের অংশ হিসেবে আমি ঘোষণা করছি, আমাদের অর্থ মন্ত্রণালয় মার্কিন ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করবে, যেন তারা কিউবায় কোনো সরকারি স্থাপনায় অবস্থা না করেন।
তিনি আরও বলেন, আমি আমাদের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাবো, তারা যেন কিউবা থেকে সিগারেট ও মদ আমদানি না করেন। ট্রাম্প দাবি করেন- তার এই পদক্ষেপের ফলে কিউবার কমিউনিস্ট সরকারের সঙ্গে অসহযোগিতা করা হবে এবং মার্কিন ডলার সরাসরি কিউবার সাধারণ জনগণের পকেটে যাবে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওবামা-বাইডেন প্রশাসন কিউবার স্বৈরশাসক ক্যাস্ত্রোর সঙ্গে দুর্বল ও একপক্ষীয় চুক্তি করেছিল, যা কিউবার নির্যাতিত জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। এতে কিউবার কমিউনিস্ট শাসকরা সমৃদ্ধ হয়েছেন। আমি ক্যাস্ত্রো সরকারের সঙ্গে সেই চুক্তি বাতিল করেছি।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.