মোদির মন্ত্রিসভা ছাড়লেন পাঞ্জাবের অকালি নেত্রী!
ভারতের ক্ষমতাসীন বিজেপির জোট ছাড়লেন পাঞ্জাবের শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল। কেন্দ্রীয় সরকারের কৃষকবিরোধী আইনের প্রতিবাদে আচমকা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা ছাড়লেন ওই অকালি নেত্রী।খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।
যদিও ওই বিলগুলি যে মন্ত্রিসভা বৈঠকে পাশ হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন হরসিমরত। পরবর্তীতে দলের কৃষককর্মী সমর্থকদের চাপে, আচমকাই সুর বদল করে এনডিএর অন্যতম পুরনো শরিক শিরোমণি অকালি দল। পঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলের পুত্রবধূ হরসিমরতই ছিলেন ওই রাজ্যের একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী।
ইস্তফা দেয়ার পর ট্যুইট করে হরসিমরত জানান, কৃষক ‘ভাইবোনদের’ স্বার্থে তার এই সিদ্ধান্ত। হরসিমরতের এই সিদ্ধান্তের পরেও অবশ্য অকালি দলের সভাপতি সুখবীর সিংহ বাদল জানিয়েছেন, মন্ত্রিসভা ছাড়লেও বাইরে থেকে তারা মোদি সরকারকে সমর্থন দিয়ে যাবেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.