ট্রাম্পের করোনা নিয়ে এরদোগানের টুইট!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
শুক্রবার এরদোগান তার অফিসিয়াল টুইটারে এক বার্তায় বলেন, ‘আমি আশা করি কভিড-১৯ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মেলানিয়া ট্রাম্প দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমি আশা করি তারা কোয়ারেন্টিনের সময়গুলোতে যাতে কোনো সমস্যায় না ভুগেন। যথাসম্ভব দ্রুত তার স্বাস্থ্যগত অবস্থা আগের মতো স্বাভাবিক অবস্থায় আসবেন বলে আমি উন্নতি করবেন।’
এদিকে ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এই খবর যুক্তরাষ্ট্রে নেতৃত্ব সঙ্কটের ঝুঁকি তৈরি করল এবং মহামারীর সঙ্কটকে আরও জটিল করে তুললো বলে মন্তব্য করা হয়েছে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে। পত্রিকাটি লিখেছে, ৩ নভেম্বর ভোট সামনে রেখে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এখন আর সশরীরে নির্বাচনী প্রচারে থাকতে পারবেন না।
হোয়াইট হাউজে কতদিন তাকে আইসোলেশনে থাকতে হবে, তারও কোনো নিশ্চয়তা নেই। আর তার অসুস্থতা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচনই জটিলতার মধ্যে পড়ে যেতে পারে। ট্রাম্প এমন সময় করোনায় আক্রান্ত হলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক মাস বাকি।
৩ নভেম্বর অনুষ্ঠেয় দেশটির গুরুত্বপূর্ণ এই নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বহু কাজ এখনও বাকি। বেশ কয়েকটি প্রেসিডেন্সিয়াল ডিবেট রয়েছে তার সামনে। কয়েকটি নির্বাচনী র্যা লিরও শিডিউল দেয়া। ট্রাম্প-মেলানিয়া কোয়ারেন্টিনে চলে যাওয়ায় এগুলো নিয়ে অনিশ্চয়তা দেখা দিল।
শুধু তাই নয়, নির্বাচনে ট্রাম্পের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী হোয়াইট হাউসের উপদেষ্টা হোপ হিকসও করোনায় আক্রান্ত হয়েছেন। বিবিসির প্রতিবেদন বলছে, ট্রাম্প কোয়ারেন্টিনে চলে যাওয়ায় আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে দ্বিতীয় টেলিভিশন বিতর্কের কী হবে তা এখনও নিশ্চিত নয়।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.