Saturday, July 26.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

ডায়েট করতে গিয়ে মারা গেলেন বলিউড অভিনেত্রী!

 image
ভারতের বিনোদন জগতে আবারও এলো মৃত্যুর সংবাদ৷ অকালে ঝরে গেলেন বলিউড অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়।   শুক্রবার বেঙ্গালুরুর এক নার্সিং হোমে তিনি মারা যান বলে তথ্য নিশ্চিত করেছেন ভারতের গণমাধ্যম নিউজ এইটিন৷  

অভিনেত্রীর পরিবার সূত্রে জানা গেছে, কিটো ডায়েটই কাল হয়ে দাঁড়াল এই অভিনেত্রীর। নিজের চেহারা ও দৈহিক গড়ন আকর্ষণীয় করে রাখতে বেশ কিছু দিন ধরে কিটো ডায়েট মেনে চলছিলেন তিনি। তা থেকেই কিডনি ফেইলিওর হয়ে মাত্র ২৭ বছর বয়সে প্রাণ হারান মিষ্টি।  

কলকাতার ছবিতেও অভিনয়ে পাশাপাশি বেশ কয়েকটি ছবি ও জনপ্রিয় মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই বাঙালি অভিনেত্রী।  বলিউডে সুভাষ ঘাইয়ের পরিচালনায় ‘কাঞ্চি, দ্য আনব্রেকেবল’ নামে এই ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেন মিষ্টি।  

তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘ম্যায় কৃষ্ণা হু’, ‘লাইফ তো লাগি হ্যায়’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘মণিকর্ণিকা’, ‘বেগমজান’।  

তেলুগু ছবিতেও কাজ করেছেন মিষ্টি। ছবিতে ‘আইটেম গার্ল’ হিসেবে কাজ করে জনপ্রিয়তা লাভ করেন তিনি।  ২০১৪ সালে পর্নোগ্রাফি ছবির এক মামলায় মিষ্টির বাবা ও ভাই গ্রেফতারও হয়েছিলেন।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1