সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    দিলীপ কুমার ও রাজ কাপূরের বাড়ি কিনে নিচ্ছে পাকিস্তান সরকার!

    দিলীপ কুমার ও রাজ কাপূরের বাড়ি কিনে নিচ্ছে পাকিস্তানের সরকার

    বলিউডের দুই কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ও রাজ কাপূরের পৈতৃক বাড়ি দুটি কিনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।  বাড়ি দুটিকে কিনে নিয়ে এগুলোকে জাতীয় ঐতিহ্য হিসাবে ঘোষণা দেবে পাক সরকার।  

    পাক গণমাধ্যমের বরাতে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিলীপ কুমার ও রাজ কাপুরের বাড়ি দুটি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উল্লেখযোগ্য শহর পেশোয়ারের প্রাণকেন্দ্র কিস্সা খাওয়ানি বাজারে অবস্থিত। রাজ কাপূরের বাড়িটি ১৯১৮ সালের দিকে নির্মিত হয়। একে স্থানীয়রা কাপূর হাওয়েলি বলেন।  

    জানা গেছে, বাড়ি দুটি এগুলোর বতর্মান মালিক থেকে কিনে নিতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য পেশোয়ারের জেলা প্রশাসককে চিঠি প্রেরণ করেছে প্রাদেশিক সরকার। রাজ কাপূরের বাড়িটি সরকারের কাছে বিক্রি করতে ২০০ কোটি টাকা দাবি করেছেন এর বর্তমান মালিক আলি কাদর।

     

    দীলিপ কুমারের বাড়িটির মূল্য প্রসঙ্গে এখনও কোনো সিদ্ধান্তে আসা যায়নি।  পাকিস্তানের পেশোয়ারে জন্মেছিলেন ভারতীয় সিনেমার দুই কিংবদন্তী অভিনেতা রাজ কাপুর ও দিলীপ কুমার। ১৯৪৭ সালে দেশভাগের আগেই ভারতে চলে আসেন তারা। বর্তমানে তাদের এই দু’টি বাড়িরই মালিক স্থানীয় দুই ব্যক্তি।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !