নির্বাচনের দিন কী করছেন ট্রাম্প ও বাইডেন?
বহুল আলোচিত মার্কিন নির্বাচন মঙ্গলবার থেকে শুরু হয়েছে। নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন প্রেসিডেন্ট প্রার্থী ও তাদের সমর্থকরা। যখন ভোট গ্রহণ বন্ধ হবে, তখন অপেক্ষা শুরু হবে।
বিবিসি জানিয়েছে, আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাক্ষাতকার দেবেন। এছাড়া মঙ্গলবার সকালে পূর্ব নির্ধারিত প্রিয় টিভি নিউজ শো ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডসে’ মোবাইল ফোনে সাক্ষাতকার দেন রিপাবলিকান দলের এ প্রার্থী। এছাড়া এদিন রাতে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রচারণায় অংশ নেয়া সমর্থকদের স্বাগত জানাবেন। সেখানে নৈশকালীন একটি পার্টির আয়োজন করেছেন ট্রাম্প।
এদিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন তার নির্বাচনের বেশিরভাগ সময় পেনিসিলভানিয়ায় ভোটারদের সঙ্গে কাটাবেন। ওই অঙ্গরাজ্যটিকে সুইয়িং স্টেট (দোদুল্যমান রাজ্য) বলা হয়। সাবেক এ ভাইস প্রেসিডেন্ট তার স্ক্রানটনের শৈশবকালীন শহর এবং ফিলাডেলফিয়া ভোটার সংগ্রহে অংশ নেবেন।
সেখান থেকে বাইডেন তার বর্তমানে বসবাসরত অঙ্গরাজ্য দেলাওয়ারে যাবেন। পরে উইলমিংটন ও দেলাওয়ারে তিনি বক্তব্য রাখবেন। সেখান থেকে তার স্ত্রী ঝিল বাইডেন, রানিংমেট কমলা হ্যারিস ও তার স্বামী ডগলাস এমোফের সঙ্গে একত্রিত হবেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.