ট্রাম্পের পরাজয়ে খুশি ফিলিস্তিনিরা!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন ফিলিস্তিনিরা। আর এ কারণেই রিপাবলিকান এ প্রেসিডেন্ট প্রার্থীর পরাজয়ে বাঁধভাঙা আনন্দে ভাসছেন ইসরাইলের দখলদারিত্বের শিকার ফিলিস্তিনিরা। খবর আনাদোলুর।
ট্রাম্পের পরাজয়ে রোববার ফিলিস্তিনি নেতারা স্বস্তি প্রকাশ করে বলেন, আশা করছি এখন বর্বর ইসরাইলের দমন-পীড়ন কমবে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিশেষ দূত নাবিল সাথ গণমাধ্যমকে বলেন, ট্রাম্পের শাসনামলটি ছিল ফিলিস্তিনিদের কাছে একটি দুঃস্বপ্ন। সবচেয়ে খারাপ সময় কেটেছে ফিলিস্তিনিদের।
পিএলও নেতা হানান আশরাবি বলেন, আমরা ফিলিস্তিনের ব্যাপারে মার্কিন দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন দাবি করছি। আশা করি দেশটির নতুন সরকার এ বিষয়টি বিবেচনা করবে। ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূমিদখল করে আসছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল।
ট্রাম্প ক্ষমতায় আসার পর তার ইহুদি জামাতা জ্যারেড কুশনারের প্ররোচনায় ট্রাম্পের প্রচ্ছন্ন মদদে একের পর এক ফিলিস্তিনিদের ভূমিদখল করে আসছে ইসরাইল।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.