Monday, May 19.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

উপজাতি এলাকায় বন্দুকযুদ্ধে তিন পাকিস্তানি সেনা শহীদ হয়েছেন!

 image-383972-1610638255

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান উপজাতি জেলায় অভিযান পরিচালনার সময় জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন সেনাসদস্য শহীদ হয়েছেন।   বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। 

এতে বলা হয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করা করা হয়। এতে দুই সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়। এর মধ্যে একজন বোমা বিশেষজ্ঞ রয়েছে।   

এ সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন পাকিস্তানি সেনা শহীদ হন।  নিহতর হলেন, সিপাহি জিয়া উল ইসলাম, আজাইব আহমেদ ও লেন্স নায়ক আব্বাস খান।   

সূত্র: ডন অনলাইন।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1