‘ট্রাম্পের অপমানজনক বিদায় উদযাপন করছে ইরান’ !
বিশ্ববাসী যুক্তরাষ্ট্রের একজন ‘স্বৈরশাসকের’ পতনের ‘অভূতপূর্ব ঘটনা’র সাক্ষী হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ট্রাম্পের চরম অপমানজনক বিদায় ইরানি জনগণ উদযাপন করছে বলেও জানান তিনি। বুধবার তেহরানে দেওয়া এক বক্তৃতায় ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর পার্সটুডের।
গত সপ্তাহে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রত্যয়নের সভাকালে ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্প সমর্থকরা। ওই দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে বুধবার ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করেন প্রতিনিধি পরিষদের সদস্যরা। এটি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের মতো অভিশংসন।
বিষয়টির দিকে ইঙ্গিত করে রুহানি বলেন, আমরা শুধু যুক্তরাষ্ট্রের একটি প্রশাসনের পতন দেখছি না; বরং একই সঙ্গে ইরানের মতো একটি দেশের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতির করুণ পরিণতি দেখতে পাচ্ছি।
তিনি আরও বলেন, যেদিন ইরানি জনগণ চাপপ্রয়োগ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের বিজয় অনুভব করছে, সেই একই দিন যুক্তরাষ্ট্রের জনগণ তাদের সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে বিশাল ব্যর্থতা ও নিজেদের মধ্যে ভয়াবহ বিভক্তি প্রত্যক্ষ করছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.