ট্রাম্পের অভিশংসনের প্রস্তুতি ডেমোক্র্যাটদের!
মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যেভাবে ক্যাপিটল হিলের ভেতরে সহিংসতা ও তাণ্ডব চালিয়েছে, তাতে ট্রাম্পকে অভিশংসনের দাবি উঠেছে। সোমবার এ নিয়ে ভোট হতে পারে বলে জানিয়েছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের হুইপ জেমস ক্লাইবার্ন। খবর বিবিসির। জানুয়ারির ২০ তারিখ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার শেষ দিন। ট্রাম্পের বিরুদ্ধে তারা উন্মত্ত জনতাকে 'অভ্যুত্থানে প্ররোচনা' দেওয়ার অভিযোগ আনার পরিকল্পনা করছেন।
যদি অভিশংসন প্রক্রিয়া পরিকল্পনামাফিক এগোয়, তা হলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুবার অভিশংসন হওয়া একমাত্র প্রেসিডেন্ট। সে জন্য অভিশংসন অভিযোগ হাউসে ভোটে পাস হতে হবে। তার পর বিষয়টি সিনেটে যাবে, যেখানে প্রেসিডেন্টকে অপসারণ করতে দুই-তৃতীয়াংশ ভোট দরকার হবে।
শুধু ডেমোক্র্যাট নয়, এমনকি রিপাবলিকানদের অনেকেই তার বিরুদ্ধে সেদিন সমর্থকদের উসকে দেওয়ার অভিযোগ করছেন। রিপাবলিকান সিনেটর প্যাট টুমি ট্রাম্পের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, আমার মনে হয় দেশের জন্য এখন সবচেয়ে ভালো হবে যদি ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করে দ্রুত বিদায় নেন। আমি জানি তা হয়তো হবে না। কিন্তু এটি হলেই ভালো হতো।
এর আগে আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মারকাউস্কি প্রথম ট্রাম্পের পদত্যাগ দাবি করেছিলেন। নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর বেন স্যাসেও ট্রাম্পের অভিশংসন নিয়ে কথা বলেছেন। রিপাবলিকান দলের আরেক নেতা ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড সোয়ার্জিনেগার ডোনাল্ড ট্রাম্পকে 'সবচেয়ে জঘন্য প্রেসিডেন্ট' হিসেবে উল্লেখ করেছেন।
তবে রিপাবলিকানদের কেউ তার বিরুদ্ধে ভোট দেবেন এমন ইঙ্গিত দেননি। ডোনাল্ড ট্রাম্প তার প্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিষিদ্ধ হওয়ার পর থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে রোববার হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ট্রাম্প টেক্সাসে যাবেন মেক্সিকোর সঙ্গে সীমান্তে যে দেয়াল তোলা হচ্ছে তার কাজ পরিদর্শন করতে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে অভিশংসনের উদ্যোগকে রাজনৈতিক চাল বলে উল্লেখ করে বলা হয়েছে, এতে দেশের মধ্যে বিভাজন আরও বৃদ্ধি পাবে। ওদিকে দাঙ্গার দিন কয়েকজন পুলিশের বিরুদ্ধে সাদা পোশাকে সেদিনকার র্যালিতে অংশ নেয়ার অভিযোগ ওঠার পর তা তদন্ত শুরু হয়েছে। তাদের কাজ থেকে বিরত রাখা হয়েছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.