Wednesday, April 16.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

গাজায় ফের ইসরাইলি বিমান হামলা!

 image-432184-1623805136

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।   

বুধবার ভোরে গাজা শহরে এ হামলা চালায় ইসরাইলি বাহিনী। এ সময় ওই অঞ্চলে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।   

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে। গণমাধ্যমটি তাৎক্ষণিকভাবে এই হামলায় হতাহতের তথ্য নিশ্চিত করতে পারেনি।  হামলার একটি ভিডিও ইতোমধ্যে টুইটারে প্রকাশ পেয়েছে।

https://twitter.com/i/status/1404926908517732358

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1