কাশ্মীরে তালেবানের সাহায্য চাইল হিজবুল মুজাহিদীন, উদ্বিগ্ন নয়াদিল্লি!
কাশ্মীর সংকট সমাধানে তালেবানের সাহায্য চেয়েছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদীনের নেতা সৈয়দ সালাউদ্দিন। যদিও কাশ্মীর নিয়ে কোনো মাথাব্যথা নেই বলে আগেই জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, তালেবানের জয়ে আনন্দ প্রকাশ করে একটি অডিও বার্তা দিয়েছেন সালাউদ্দিন। তাকে বলতে শোনা যায়, ‘আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন আফগানিস্তানের ইসলামী আমিরাতকে আরও শক্তিশালী করেন। তাহলে তারা কাশ্মীরে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারবে।’
সংবাদমাধ্যমটি বলছে, কাবুলে তালেবান নেতারা যা-ই বলুন, কাশ্মীরি এ নেতার বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন দিল্লির বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাতে কাবুলে সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কাশ্মীর দ্বিপাক্ষিক এবং অভ্যন্তরীণ বিষয়। কাশ্মীরে আমাদের কোনো নজর নেই। এর আগে আফগানিস্তানে সৈন্য পাঠালে ফল ভালো হবে না বলে ভারতকে হুশিয়ারি দিয়েছিল তালেবান। তবে কাবুল দখলের পর সরাসরি ভারতকে অবস্থান পাল্টানোর পরামর্শ দেয় তালেবান।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.