দেড় শতাধিক আফগান শরণার্থীকে ফেরৎ পাঠিয়েছে উজবেকিস্তান!
উজবেকিস্তান থেকে দেড় শতাধিক আফগান শরণার্থীকে নিজ দেশে ফেরৎ পাঠানো হয়েছে। উজবেক পররাষ্ট্র মন্ত্রী আবদুল আজিজ কামিলভ শুক্রবার জানিয়েছেন, তালেবানের সঙ্গে শরণার্থীর বিষয়ে চুক্তির পর ওই পালিয়ে যাওয়া আফগানদের ফেরৎ পাঠানো হয়েছে। খবর আরব নিউজের।
তালেবান শরণার্থীদের জীবনের নিরাপত্তার ব্যাপারে পূর্ণ নিশ্চয়তা দেওয়ার পর তাদের আফগান ফেরৎ পাঠায় উজবেকিস্তান। এক বিবৃতিতে উজবেক পররাষ্ট্র মন্ত্রণালয় এ সব কথা জানায়। এ পর্যন্ত কতজন আফগান শরণার্থী উজবেকিস্তানে আশ্রয় নিয়েছেন এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি দেশটি। ফেরৎ পাঠানো আফগানদের মধ্যে উজবেক বংশোদ্ভূত উপজাতি নেতা আবদুর রশিদ দোস্তমও রয়েছেন কিনা এটি নিশ্চিত হওয়া যায়নি।
পৃথক আরেক বিবৃতিতে উজবেক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ কামিলভ আফগান পরিস্থিতি নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উইন্ডি শেরম্যানের সঙ্গে আলোচনা করেছেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.