সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ধাঁধা



    ১) তিন অক্ষরে নামটি তার আছে সবার ঘরে,
    প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে।
    মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে।
    উত্তর: বিছানা
    ২) তোর দেশেতে সূর্য ওঠে
    সকাল বেলা ভোর বেলাতে
    বলতো দেহি কোন দেশেতে
    সূর্য ওঠে মাঝ রাতেতে।
    উত্তর: নরওয়ে
    ৩) অল্প বয়সে লম্বা থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায় কে?
    উত্তর: মোমবাতি
    ৪) আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে?
    উত্তর: আপনার নাম
    ৫) ‘ভরা হলে সমৃদ্ধি,
    ছোড়া হলে ভয় বৃদ্ধি।’
    উত্তর- আগামিকাল
    ৬) ‘ভেবে-চিন্তে বলো তো ভাই,
    কোন গ্রামে মানুষ নাই।’
    উত্তর- টেলিগ্রাম
    ৭) ‘বহন করে মানুষটা,
    অতি ক্ষুদ্র জন্তুটা।’
    উত্তর- খড়ম
    ৮) ‘ভাষা আছে কথা আছে,
    সাড়া-শব্দ নাই।
    প্রাণির কাছেতে আছে,
    তবু নিজের প্রাণ নাই।’
    উত্তর- বই

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !