ধাঁধা
প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে।
মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে।
উত্তর: বিছানা
২) তোর দেশেতে সূর্য ওঠে
সকাল বেলা ভোর বেলাতে
বলতো দেহি কোন দেশেতে
সূর্য ওঠে মাঝ রাতেতে।
উত্তর: নরওয়ে
৩) অল্প বয়সে লম্বা থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায় কে?
উত্তর: মোমবাতি
৪) আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে?
উত্তর: আপনার নাম
৫) ‘ভরা হলে সমৃদ্ধি,
ছোড়া হলে ভয় বৃদ্ধি।’
উত্তর- আগামিকাল
৬) ‘ভেবে-চিন্তে বলো তো ভাই,
কোন গ্রামে মানুষ নাই।’
উত্তর- টেলিগ্রাম
৭) ‘বহন করে মানুষটা,
অতি ক্ষুদ্র জন্তুটা।’
উত্তর- খড়ম
৮) ‘ভাষা আছে কথা আছে,
সাড়া-শব্দ নাই।
প্রাণির কাছেতে আছে,
তবু নিজের প্রাণ নাই।’
উত্তর- বই
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.