সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    কতটা শক্তিশালী রাশিয়ার সেই 'এস-৪০০' ক্ষেপণাস্ত্রটি?‌

    কতটা শক্তিশালী রাশিয়ার সেই 'এস-৪০০' ক্ষেপণাস্ত্রটি?‌

    মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে শক্তিশালী 'এস-৪০০' ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে ভারত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সই করেছেন ৪০ হাজার কোটি টাকার এই চুক্তিতে। আর এই কারণেই এবার তটস্থ চীন এবং পাকিস্তান। 
    চীন ও পাকিস্তানকে চাপে রাখতে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতেই এই ক্ষেপণাস্ত্র কেনার জন্য মরিয়া ছিল ভারত। এমনকি যুক্তরাষ্ট্রের আর্থিক নিষেধাজ্ঞার ভ্রূকূটি থাকা সত্ত্বেও শুক্রবার সই হয়েছে এই চুক্তি। এর ফলে ভারতীয় সেনাবাহিনী আরও শক্তিশালী হয়ে উঠল, এমনটাই মত প্রতিরক্ষা বিশারদদের। কারণ এই মারণাস্ত্র বিশেষ খুব কম দেশের হাতেই রয়েছে। জেনে নিন এই 'এস-৪০০' ক্ষেপণাস্ত্র সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য-
    ১। এই 'এস-৪০০' ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমটি ভূমি থেকে আকাশে আঘাতকারী। শত্রু দেশের যে কোনও যুদ্ধবিমান আকাশেই ধ্বংস করে দেবে এটি।
    ২। 'এস-৪০০'র রেডারে সব ধরনের বিমানই ধরা পড়ে। এমনকি স্টেলথ যুদ্ধবিমানগুলিও পার পাবে না।
    ৩। এটি একসঙ্গে ৩৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। শুধু তাই নয়, একসঙ্গে ৭২টি ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে।
    ৪। রাশিয়ার তৈরি এই 'এস-৪০০' ভূমি থেকে আকাশে আঘাতকারী ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী। ৩৮০ কিলোমিটার দূর থেকেই শত্রু দেশের যুদ্ধবিমান, অপহৃত বিমান, ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম।
    ৫। ৬০০ কিলোমিটার এলাকা জুড়ে নজরদারি চালাতে পারে 'এস-৪০০' এর এয়ার ডিফেন্স সিস্টেম। পাশাপাশি পাঁচ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে থাকা যে কোনও ক্ষেপণাস্ত্রকেও মূর্হূতে ধ্বংস করতে পারে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !