সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    খনার বচন -১ পর্ব

    Image result for খনা

    • চৈত্রে কুয়াশা ভাদ্রে বান।। সেই বর্ষে মরক জান - ক্ষণা
    • চিনিস বা না চিনিস খুঁজে দেখে গরু কিনিসক্ষণা
    • পাঁচ রবি মাসে পায়। ঝরায় কিংবা খরায় পায়ক্ষণা
    • ঘন সরিষা বিরল তিল। ডেঙ্গে ডেঙ্গে কাপাস।। এমন করে বুনবি শন। না লাগে বাতাস- ক্ষণা
    • বাদল বামুন বান, দক্ষিণা পেলেই যানক্ষণা
    • ক্ষেত আর পুত, যত্ন বিনে যমদূত- ক্ষণা
    • আমি অটনাচার্যের বেটি গনতে গাঁথতে কারে বা আঁটি- ক্ষণা
    • পৌষের কুয়া বৈশাখের ফল। য'দ্দিন কুয়া ত'দ্দিন জল। শনিতে সাত মঙ্গলে/(বুধ) তিন। আর সব দিন দিন- ক্ষণা
    • বাঁশ মরে ফুলত, মানুষ মরে ভুলত- ক্ষণা
    • কিল আর তেল পড়লেই গেল- ক্ষণা
    • হাঁচি জেটি পড়ে যবে, অষ্ট গুণ তার লভ্য না হবেক্ষণা
    • যদি অশ্বি কুয়া ধরে, তবে ধানগাছে পোকা ধরেক্ষণা
    • যদি বর্ষে পৌষে, কড়ি হয় তুষেক্ষণা
    • যদি বর্ষে কাতি, রাজা বাঁধে হাতিক্ষণা
    • ডাকে পাখী, না ছাড়ে বাসা, খনা বলে, সেই তো ঊষাক্ষণা

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !