নড়াইলকে মডেল জেলা গড়ার প্রত্যয় মাশরাফির
নড়াইলকে মডেল জেলা হিসাবে গড়ার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে দলের সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, এ জেলাকে মাদক ও দুর্নীতি মুক্ত করে সুন্দর বাসযোগ্য নড়াইল গড়তে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা প্রয়োজন।
বুধবার দুপুরে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রথম মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় সংসদ সদস্য মাশরাফির পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। এছাড়া তার নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোনো প্রকার প্রতারণা করে সে বিষয়ে তাকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।
সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত, জনস্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, নড়াইলের নির্বাহী প্রকৌশলীগনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.