সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    এ থেকে আমরা কি শিখলাম!

    ২৪ মে: হাসতে নেই মানা

    এক সমাবেশে কয়েকজন ডাক্তার, শিক্ষক, চিকিৎসক, উকিল, অর্থনীতিবিদ, পুলিশ ও রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। তারা কখনো মিথ্যেবাদী রাখালের গল্পটি শোনেননি। তাদের সেই গল্পটি শোনানো হল। সব শেষে তাদের কাছে জানতে চাওয়া হল, এই গল্প থেকে আপনারা কি শিখলেন?
    * ডাক্তার : এ থেকে আমরা শিখলাম যে, সময়মত যদি রাখালকে উদ্ধার করা যেত, তবে অবশ্যই আধুনিক চিকিৎসার মাধ্যমে তাকে বাঁচানো যেত।
    * শিক্ষক : এই গল্প থেকে আমরা শিখলাম যে, বাঘ একটি হিংস্র প্রাণী।
    * উকিল : এই গল্প দ্বারা আমরা এই শিক্ষা পাই যে, হিংস্র প্রাণীদের আক্রমনে কারো প্রাণ গেলে অবশ্যই প্রাণীটিকে আইনের আওতায় আনা উচিৎ।
    * অর্থনীতিবিদ : এ থেকে আমরা শিখলাম যে, কারো প্রাণ গেলেও তা দ্বারা অন্যকেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমনটা রাখালের মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন তাকে রাখালের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং নতুন অদক্ষ রাখাল নিয়োগ দিতে হবে। সব ক্ষতিই তার। আর লাভটা বাঘের।
    * পুলিশ : এ থেকে শিখলাম জঙ্গলের কাছাকাছি পশু চড়ানো বিপদজনক।
    * রাজনীতিবিদ : এ থেকে আমরা শিখলাম যে, আমার ডাকে জনগন সাড়া না দিলে আমাকেও বেঘোরে মরতে হবে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !