সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ডাহুক পাখি !!!!!

    ডাহুক জলের পাখি। খুব ভীরু। পুকুর, খাল, জলাভূমি, বিল ও নদীর গোপন লুকানো জায়গা এদের খুব প্রিয়। এদের পায়ের নখ খুব বড় আর ধারালো। এ কারণেই ডাহুক খুব সহজেই শাপলা বা পদ্ম পাতায় দাঁড়িয়ে থাকতে পারে। এমনকি কচুরিপানার উপর দিয়ে হেঁটেও যেতে পারে। হঠাৎ দেখলে মনে হবে যেন পানির উপর দিয়েই হাঁটছে। আসলে কিন্তু তা নয়। জলাভূমির আশেপাশের ঝোপঝাড়ে লুকিয়ে থাকা এই পাখিটি মাঝারি সাইজের। লেজ ছোট। পা লম্বা। পায়ের আঙুলও বেশ লম্বা।

    ডাহুক


    পিঠের রঙ ধূসর তেকে খয়েরী-কালো, মাথা ও বুক সাদা। লেজের নীচের অংশে লালচে আভা। ঠোট হলুদ রঙের, ঠোটের উপরে লাল রঙের একটি ছোট্ট দাগ আছে। ডাহুক খুব সুন্দর একটি পাখি।রাতে ডাহুকের ‘কোয়াক’ ‘কোয়াক’ ডাক শুনে সহজেই একে চিনতে পারা যায়। এই ডাক পুরুষ পাখির,যা বর্ষাকালে বেশি শোনা যায়।একটানা অনেকক্ষণ ডেকে শ্বাস নেয়। ডাহুক এর স্ত্রী প্রতিশব্দ ডাহুকি।

    বাসস্থানঃ- জল এদের প্রধান আশ্রয়। পুকুর, খাল, জলাভূমি, বিল, নদীর গোপন লুকানো জায়গা এদের খুব প্রিয়।  

    ডিমঃ- মাটিতে, ঝোপের তলায় এরা বাসা তৈরি করে। ৬-৭টি ডিম পাড়ে। ডিমের রঙ ফিকে হলুদ বা গোলাপি মেশানো সাদা। ফোটে ২০-২৪ দিনে।বাবা ডাহুক আর মা ডাহুক মিলে পালা করে ডিমে তা দেয়।  সাদা কালো রঙের এই পাখিটির ছানারা হয় কুচকুচে কালো।


    বেজায় চালাক আর দৌড়বিদ ছানারা আত্মগোপনে পারদর্শী, পুরো শরীরটাই তুলতুলে নরম। বয়সী পাখির ওজন হয় ১৯০ গ্রাম। সদ্যোজাত ছানার ওজন হয় গড়ে আট গ্রাম।

    Image result for ডাহুকের বাচ্চা

    সবচেয়ে মজার ঘটনাটা ঘটে যখন বাচ্চা ডাহুকগুলোকে খাবার খাওয়ানো হয়। অন্য পাখিদের মতো ডাহুকের বাচ্চাদের মা বা বাবা মুখে খাবার নিয়ে খাইয়ে দেয় না। তাহলে ওরা খায় কীভাবে? ডিম থেকে বাচ্চা বের হওয়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক নিয়মেই বাচ্চাগুলো ১৫/২০ ফুট উঁচু থেকে লাফ দিয়ে নামে মাটিতে।শরীরটা পাতলা বলে লাফ দিয়ে মাটিতে পড়লেও তাদের কিছুই হয় না। মাটিতে নেমেই বাচ্চাগুলো মা-বাবার পিছনে পিছনে হেঁটে হেঁটে খুঁটে খুঁটে খাবার খায়। 

    খাদ্যঃ- প্রাপ্তবয়স্ক ডাহুকের মূল খাদ্য জলজ কচি ঘাসের ডগা-পাতা, পাকা ধান ইত্যাদি। অার ডাহুক-ছানার প্রিয় খাবার, পোকামাকড়, শামুক, উদ্ভিদের ডগা আর শস্যদানা।

    ডাহুক বাংলাদেশের একটি বিপন্ন পাখি। একে এখন অতটা আর দেখা যায় না।এককালে পোষা ডাহুক দিয়ে বুনো ডাহুক শিকার করা হতো গ্রাম বাংলায়। শিকারি ডাহুক চড়া মূল্যে বিক্রি হতো। ডাহুক ডাকা গ্রাম আজও আছে, আছে ডাহুকের বসবাস-উপযোগী পরিবেশ, খাদ্যাভাবও নেই, তবু কেন যে কমে গেল পাখিটি! 

    ইংরেজি নামঃ White-breasted Waterhen
    বৈজ্ঞানিক নামঃ Amaurornis phoenicurus

    IMG_1395
    ডাহুক





    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !