সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    জমে উঠেছে শাহজাদপুরে শিল্প ও বাণিজ্য মেলা

    siraj-fair-up1

    মিলন মেলায় পরিণত হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। বাহারি পণ্যের পসরা নিয়ে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। পাশাপাশি রয়েছে শিশুদের খেলাধুলার আয়োজন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মেলায় ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ।শুরুতেই জমে উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির আয়োজনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। বর্ণিল সাজে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ। বিকেল হলেই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। মেলায় তাঁতের শাড়ি-থ্রী পিস, গহনা, ইলেকট্রনিক্স সামগ্রী, শিশুদের খেলনা, মেয়েদের প্রসাধনীসহ বিভিন্ন সামগ্রী নিয়ে সাজানো হয়েছে স্টলগুলো। মেলায় এসে পণ্য ক্রয়ের সাথে উপভোগ করছেন নানান অনুষ্ঠান।

    এক দর্শনার্থী জানান, এখানে মেলা হওয়াতে আমরা বেশ আনন্দিত হচ্ছি এবং উপভোগ করছি।আরেক দর্শনার্থী জানান, সব জায়গায় ঘুরে দেখলাম। সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে।মেলার বাড়তি আকর্ষণ হিসেবে শিশুদের জন্য রয়েছে অস্থায়ী শিশুপার্ক। পার্কে ওয়াটারবল, ট্রেন, নাগরদোলা, হোন্ডা খেলাসহ বিভিন্ন আয়োজন থাকায় তা উপভোগ করে খুশি শিশুরা।দর্শনার্থীর সমাগম বেশি হওয়ায় কেনাবেচাও বেশ ভাল বলে জানান বিক্রেতারা।এক বিক্রেতা জানান, যেহেতু আমরা প্রচারের জন্য এসেছি, তাই এখানে ডিসকাউন্ট দিয়ে আমরা পণ্য বিক্রি করছি।

    দেশীয় পণ্যের প্রসারের পাশাপাশি বিনোদনের অভাব পূরণের জন্যই এ মেলার আয়োজন বলে জানায় আয়োজক কমিটি।জামদানি ও বেনারসি কল্যাণ ফাউন্ডেশন মনিপুরি তাঁত শিল্প সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, তাত শিল্প থেকে শুরু করে বিভিন্ন পণ্যের বিপুল সমারহ রয়েছে। ঐতিহ্য থেকে হারিয়ে গেছে যে লায়ন সার্কাস, তারা এখানে শো করছে। এক কথায় সপরিবারে দেখার জন্য আমাদের এই মেলার আয়োজন।মেলায় স্টল রয়েছে দেড় শতাধিক।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !