সেই আগুন লাগানো ক্ষেতের ধান কেটে দিলেন শিক্ষার্থীরা
শ্রমিক সংকট, বেশি মজুরি ও ধানের মূল্য কম হওয়ায় গত রোববার (১২ মে) নিজের ধান ক্ষেতে আগুন লাগিয়ে দিয়ে প্রতিবাদ করেছিলেন টাঙ্গাইলের কৃষক আবদুল মালেক সিকদার। সেই কৃষকের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।বুধবার (১৫ মে) আবদুল মালেকের সেই জমির ধান বিনা পারিশ্রমিকে কেটে দিয়েছেন জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামে গিয়ে মালেকের জমির ধান কাটার কাজে অংশ নেন ১৭ শিক্ষার্থী।
ধান কাটায় অংশ নেয়া শিক্ষার্থী কৃষ্ণ গণমাধ্যমকে বলেন, টাঙ্গাইলে শ্রমিক সংকটের পাশাপাশি বেশি মজুরি হওয়ায় কৃষকরা তাদের ক্ষেতের ধান কাটতে পারছেন না। কৃষকের এই অসহায়ত্বের দিনে তাকে সহযোগিতা করতে আমরা সবাই তার ক্ষেতের ধান কাটায় সহযোগিতা করছি।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.