ট্রেন চলবে ৩৬০ কিমি. গতিতে
দ্রুতগতির ট্রেন চলাচলের ক্ষেত্রে যেন প্রতিযোগিতায় নেমেছে জাপান ও চীন। কেউ এগিয়ে গেলে দু-এক বছরের মধ্যে সেটাকে ছাড়িয়ে আরও দ্রুতগামী ট্রেন নামাচ্ছে অপর দেশ। এবার সে যাত্রায় চীনকে টেক্কা দিল জাপান।শুক্রবার দেশটিতে পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে আলফা-এক্স ভার্সনের শিনকানসেন বুলেট ট্রেন। ঘণ্টায় সর্বোচ্চ ৩৬০ কিলোমিটার বেগে চলবে ট্রেনটি। যা এটিকে এনে দিয়েছে এ যাবতকালের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের তকমা।এতদিন এই তকমা ছিল একই ভার্সনের চীনা একটি বুলেট ট্রেনের। যার গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার। আর জাপানে এর আগে ঘণ্টা ৩২০ কিলোমিটার বেগে চলা ই-৫ সিরিজের টিজিভি বুলেট ট্রেনই ছিল সর্বোচ্চ গতির। জাপানের পূর্বাঞ্চলীয় রেলওয়ে বিভাগ জানিয়েছে, প্রথম ধাপে আলফা-এক্স ভার্সনের ট্রেনটি সেন্দাই ও আমরি শহরের মাঝে তোহুকু শিনকানসেন রুটে চলবে। সপ্তাহে দু’দিন চলবে এই ট্রেন। ২০২১ সালের পর দ্বিতীয় ধাপে ট্রেনটির বাণিজ্যিক যাত্রা শুরু হবে।
রেলওয়ে বিভাগ জানায়, নীলচে-রুপালি রঙের ট্রেনটির সামনের দিকে নাকের মতো দেখতে ২২ মিটার লম্বা ইঞ্জিন রয়েছে। পুরো ট্রেনটির দৈর্ঘ্য ২৫০ মিটার। এর মধ্যে ১০টি বগি রয়েছে। সিএনএন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.