৪ জুলাই বাংলাদেশ থেকে যাবে হজের প্রথম ফ্লাইট
বাংলাদেশ থেকে যাবে আসন্ন হজ মৌসুমের প্রথম ফ্লাইট। ৪ জুলাই
(বৃহস্পতিবার) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজের প্রথম
ফ্লাইট যাত্রা শুরু করবে। প্রথম ফ্লাইটে ৪১৯ হজযাত্রী বাংলাদেশ বিমানে করে সৌদির কিং আব্দুল আজিজ
আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন।বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের
উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা
গেছে। বিজ্ঞপ্তিতে জানা যায়, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ
এয়ারলাইন্সের চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) ৪ জুলাই সকাল ৭টা
১৫ মিনিটে যাত্রা করবে। এছাড়াও নির্ধারিত সময়ে এবং নির্বিঘ্নে হজের প্রতিটি
ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
ইতোমধ্যেই সম্পন্ন করেছে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মো:
মাহবুব আলী ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ
উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.