সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    দুদক পরিচালক বাছির গ্রেফতার




    দুদকের বরখাস্ত কর্মকর্তা এনামুল বাছিরকে ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার করেছে দুদকের একটি দল। মিরপুরের দারুস সালাম থেকে সোমবার (২২ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়।

    দুদদের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে যে দুদকের মামলা থেকে বাঁচিয়ে দিতে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন বাছির। আর প্রমাণ মেলার পর পরেই মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলা করা হয় দুদকের পক্ষ থেকে। পরে তাদের দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

    আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারাসহ ২০১২ সালের মানি লন্ডারিং আইনের ৪(২) ধারায় মামলার সুপারিশ করেন অনুসন্ধান কর্মকর্তা খন্দকার এনামুল বাছির। গত বছরের জানুয়ারিতে ঢাকা মহানগর পুলিশের ডিআইজি মিজানের বিরুদ্ধে স্ত্রী-সন্তান রেখে অপর এক নারীকে জোরপূর্বক বিয়ে ও নির্যাতনের অভিযোগ ওঠে।

    এ ছাড়া এক নারী সংবাদ পাঠিকাকে হুমকি দেয়ার অভিযোগ আসে তার বিরুদ্ধে। এসব অভিযোগ ওঠার পর তাকে ডিএমপি থেকে সরিয়ে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !