সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    পার্পল মোরহেন (কালিম) নিজের বাচ্চা নিজেরাই খেয়ে ফেলা।


     সমস্যাটির এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারন খুজেপাওয়া নি।এই সমস্যাটি যারা বাচ্চাথেকে পোষে বড় করেছেন তাদেরও দেখাযায় আবার যারা বড়থেকে পোষতেছেন তাদেরও মাঝে মাঝে দেখাযায়।
    আমি বা আমার মত যারা আছে সবাই একক সুনির্দিষ্ট কারন খুজে না পেলেও কিছু কিছু কারন খুজে পেয়েছি।
    (১)অল্পবয়সে ব্রিডিং এ দেওয়া।
    (২)পূষ্টিহীনতায় ভুগা।
    (৩)ফার্সট ব্রিড।
    (৪)বাচ্চা খাবারের জন্য পেরেন্টসদের পায়ে পায়ে দৌড়পাড়া ও বিরক্ত করা।
    (৫)মেল বা ফিমেল পুনরায় ব্রিডিং মুডে যাওয়া অথবা পেটে ডিম চলে আসা।
    (৬)পেরেন্টস যদি অসুস্থ থাকে বাচ্চাদের খাবারের জন্য বিরক্তি করা পছন্দ করে না।

    এখন আসাযাক প্রতিকারে কি করাযায় জানি।
    (১)অল্প বয়সে ব্রিডিং এ না দেওয়া।১বছর বয়সে ব্রিডিং এ দেওয়া সম্ভব হলে আর একটু বেশী বয়সে ব্রিডিং এ দিলে ভালো।
    (২)ব্রিডিং এ দেওয়ার আগে প্রচুর পরিমানে ডিমের খোসা,কচুরিপানা,গুরো মাছ দেওয়া এবং যদি মনেকরেন সাস্থ্য ঠিক আছে তখন ব্রিডিং এ দিবেন।
    (৩)যদি দেখেন বাচ্চা মেরেফেলে বা খেয়েফেলে তাহলে বাচ্চা ৮-১০দিন হলে আলাদা করে রাখবেন এবং ভাত,চাউল,ভাতের দানা সমপরিমাণ করে কেচিদিয়ে কেটে কচুরি পানা,গুরো মাছ(কেচ্কি) মুখের সামনে একটি একটি করে ধরেরাখবেন।বাচ্চাগুলো খাবার চিনলে নিজেরাই খাবে।
    (৪)খাচার ভিতর শুকনো পরিবেশ রাখবেন রাখবেন এবং ঠান্ডা আবহাওয়াতে লাইটের তাপদিতে হবে।শরীল ভেজা থাকলে বাচ্চা বাচাঁনো কষ্ট হয়েযাবে।
    দিনের বেলা বাহিরে ছেড়ে রাখবেন অভ্যাস বসতো তারাই খাবার খুটে খুটে খাবে।
    ★জানমতে এ কয়কটি নিয়ম ছাড়া এ সমস্যায় তেমন আর কনো যত্ন নিতে হয় না।বাচ্চা মেরেফেলা,ফ্রিড বন্ধ করেদেওয়া শুধু কালিম নয় প্রায় বাজরি,ফিন্চ,ডোব,ককাটেইল সহ প্রাই পাখিরি মাঝে মাঝে এরকম হয়।তাই একক ভাবে কালিম কে দোষারপ করবেন না বা ভুলবুঝবেন না।

    আরোও পড়ুন- কালিম পাখি, কায়িম পাখি, সুন্দরী পাখি, কাম পাখি, বুরি পাখি (Purple Swamphen)!

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !